কাপ্তাই চিৎমরম বড় ভান্তে র নির্দেশনায় খাগড়াছড়ি বন্যাপ্লাবিত হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ বিভিন্ন অঞ্চল। বন্যায় বিপর্যস্ত হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান হতে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের বড় ভান্তে উঃ পামোক্ষা মহাথেরো নির্দেশনায় ও ধর্ম গোধা বিহারের অধ্যক্ষ ভান্তে উঃ ঞ্যানাওয়াইসা ব্যাংছড়ি ভান্তের ভাঙে উঃ সনা মহাথেরো ভান্তে র উদ্ধগে গত ২৮ আগষ্ট ২০২৪ রোজ বুধবার ঐতিহ্যবাহী চিংস্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও চিংস্রং শাখা বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকা’র পক্ষ হতে খাগড়াছড়ি গিয়ে বন্যায় পানিবন্দি অসহায় একশত পঞ্চাশ হতদরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ সহযোগিতা করেন খাগড়াছড়ি সদর, গুগড়াছড়ি পাড়া, রামগড় সদর পাড়া, মাস্টার পাড়া, মাহামুনি বড় পাড়াও কলসি পাড়া এলাকায় কাপ্তাই চিৎমরম বিহারের পক্ষ হতে এই সময় উপস্থিত থেকে সহযোগিতায় ছিলেন,মুরালী পাড়া অধ্যক্ষ ভান্তে, কুকিমারা অধ্যক্ষ ভান্তে, তম্বপাড়া অধ্যক্ষ ভান্তে প্রমুখ। এই সময বান্দরবন বিহারের পক্ষ হতেও বন্যাপ্লাবিত খাগড়াছড়ি বিভিন্ন এলাকায় নগদ অর্থ সহযোগিতা করতে দেখা যায় বান্দরবন বিহারের ভান্তে ও দায়ক দায়িকাদের। সরেজমিনে গিয়ে জানা যায় কাপ্তাই চিংম্ভ্রং‌ ‌বড়‌ ভান্তে ‌ উঃ পমোক্ষা‌ মহাথেরো‌ তিনি ‌মানবিক ও সামাজিক ব্যক্তি হিসাবে সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি বিভিন্ন ‌বিহারে ‌ জিদি‌ ‌ মন্দির ও‌ পেগোদায়‌ ‌দান‌ করে‌ থাকেন।