
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ আজ রবিবার থেকে শুরু হয়েছে। কাপ্তাইতে প্রাথমিকভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য এই প্রথম কাপ্তাই তে চ্ন্দ্রঘোনা ইউনিয়ন স্মার্ট কার্ড জনসাধারণকে বিতরণ করা হচ্ছে। জানা যায় প্রতিটা ইউনিয়নে নির্দিষ্ট তারিখ অনুযায়ী স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
কাপ্তাই উপজেলা চ্ন্দ্রঘোনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নাগরিকদের ভেতর স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,
যেকোনো ব্যক্তি ১০৫ নম্বরে ফোন করে তাঁর স্মার্ট কার্ড বিতরণসংক্রান্ত তথ্য জানতে পারবেন। যে কোন ভোটার কার্ড সংক্রান্ত ব্যাপরে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারবে। আজ ১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ৯ টা হতে চ্ন্দ্রঘোনা ইউনিয়নের ১ ও ২ নাম্বার ওয়ার্ড এর জনগণকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। ১ ও ২ নাম্বার ওয়ার্ডের প্রায় দুই হাজার আটশত নাগরিককে এই স্মার্ট কার্ড আজ বিতরণ করা হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, আজকে কার্ড বিতরণ কালে কার্ড না ফেলে বা কোন সমস্যা থাকলে নির্বাচন অফিসে যোগাযোগ করে সমাধান করা যাবে। সরেজমিনে দেখা যায় স্মার্ট কার্ড নিতে আসা নাগরিককে পুরানো কার্ড জমা দিয়ে হাতের ১০ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ গ্রহণ করে এই স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, আইটি কর্মকর্তা সোহেল চাকমা সহ ২০ জন স্মার্ট কার্ড বিতরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। চ্ন্দ্রঘোনা ইউনিয়নের জনসাধারণ স্মার্ট কার্ড পেয়ে উল্লসিত।