মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা

 

মোঃ আবদুল হক বিভাগীয় বুড়ো প্রধান ঢাকাঃ

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে, হরিরামপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারে জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫/৬ লক্ষ টাকা এবং ৩২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়, এবং মোঃ আব্দুল্লাহ মন্ডল পিতাঃ হারেস মন্ডল গ্রামঃ দৌলতদিয়া উপজেলাঃ গোয়ালন্দ জেলা রাজবাড়ী কে১০ হাজার টাকা জরিমানা করা হয়।মাছগুলো উপজেলার আন্দারমানিক, দড়ি কান্দি এতিমখানায় দান করা হয়েছে। জব্দকৃত জালগুলো আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে জনসম্মুখে পোড়ানো হয়।উক্ত অভিযান পরিচালনা করেন, জনাব তাপসী রাবেয়া,সহকারি কমিশনার (ভুমি) জনাব নুরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সহ পুলিশ ও আনসার সদস্য।এই ধরনের অভিযান চলমান থাকবে।