মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার সকল পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

 

মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার হিন্দু ধর্মলম্বীদের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলাধীন ৬৩ টি পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে মোট ৬,৮০০০০/- (ছয় লাখ আশি হাজার) প্রদান করা হয় এবং মোছাঃ হেলেনা আক্তার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০০০০/- অনুদান প্রদান করেন।

জনাব দেওয়ান সাইদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান হরিরামপুর উপজেলা পরিষদ এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ মানিকগঞ্জ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান বলধারা ইউপি পরিষদ। বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান সুতালড়ি ইউনিয়ন পরিষদ। জনাব দেওয়ান আব্দুর রব, সাধারণ সম্পাদক হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ। জনাব দেওয়ান জাহিদ আহমেদ টুলু, কোষাধক্ষ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাজেদা সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।