
নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন, চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলার ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এছাড়া প্রতি পরিবার উপকারভোগীদের ১০ কেজি চাল ও ১টি করে কম্বল দেওয়া হয়, বুধবার (৯ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ১১ পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসেন, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিনসহ জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারীসহ নানা পেশার লোকজন। অনুষ্ঠানে গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ২২ হাজার ১০১ জন গৃহ-ভূমিহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেন। এছাড়া কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করেন। উল্লেখ্য মজিববর্ষ উপলক্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী সারাদেশে গৃহহীন অসহায় পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব গৃহ প্রদান করা হয়।