কাপ্তাইতে টানা বর্ষনে বিভিন্ন স্হানে পাহাড় ধস, ১৭১ বসত ঘরসহ ফসলি জমি প্লাবিত

 

শাহ্‌ আল্  মাহমুদ রুহিদঃ

৮ আগস্ট মঙ্গলবার ভোরবেলা থেকে ভারি বর্ষণে চিৎমরম, রেশম বাগান, মিতিংগা ছড়ি, রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষয় ক্ষতি হয়।

আর পানিবন্দি রয়েছে কয়েকশ মানুষ।রাঙামাটি জেলার আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সকাল দুপুর পর্যন্ত ৭০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার সকাল ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৫ দিনের বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে হয়েছে ৪৮.৮ মিলিমিটার। টানা ভারী বর্ষণের ফলে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের চিৎমরম, ওয়াগ্গা, কাপ্তাই, রাইখালী ও চন্দ্রঘোনাসহ কয়েকস্থানে ভুমি ধসের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। রাঙামাটি কাপ্তাই সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘টানা বর্ষণে কাপ্তাই -চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি এবং বান্দরবান সড়কের বিভিন্ন পয়েন্টের ৪৪টি স্থানে পাহাড় থেকে মাটি ধসে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই উপজেলা প্রশাসন ও আমাদের সড়ক ও জনপদ বিভাগের যৌথ প্রচেষ্টায় মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে এ পর্যন্ত ৪৮টি স্থানে ছোট আকারের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ১২ টি বসতঘর ধসে গেছে। আর প্লাবিত হয়েছে ২৪টি ঘরসহ ৫০ একর জমির ফসল ও ১৬ টি ছোট বড় সড়ক । এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে চারটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪’শ মানুষ অবস্থান করছে। এদের সকলকে ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে ।

তবে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা আগাম সতর্কতা থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

৮/৮/২০২৩।