মানিকগঞ্জে কুকুরে কামড়ে অসুস্থ ছয় মাসের গর্ভবতী গাভী বিক্রয়ের চেষ্টা

 

মোঃ আবদুল হক বিভাগীয় প্রদান ঢাকাঃ

মানিকগঞ্জে কুকুরে কামড়ে অসুস্থ এবং ৬ মাসের গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় এক ব্যবসায়ী ও বেপারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করা হয় বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান।
মঙ্গলবার রাত থেকে থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী সাগর আলীর দোকান থেকে ওই অসুস্থ গরুর তিন মণ মাংস জব্দ করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা ও গরুর বেপারি সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন। রাতে খবর পাই ঘিওর উপজেলা থেকে একটি পিকআপ ভ্যানে কুকুরের কামড়ে অসুস্থ হয়ে যাওয়া এবং ৬ মাসের গর্ভবতী গাভী জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্টিতে নেওয়া হচ্ছে।পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম।টিমের উপস্থিতি টের পেয়ে সাগর আলী মাংস বোঝাই পিকআপ বিভিন্ন স্থান ঘুরে বাড়িতে নিয়ে রাখেন।
ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা আরও বলেন বুধবার সকাল ৭টায় দিকে বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সাগর আলীর দোকানে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা প্রায় ৩ মণ মাংস জব্দ করা হয়।
পরে সাগর আলীকে দিয়ে গরুর বেপারি সাগরকে ঘটনাস্থলে হাজির করি। তিনি অতি মুনাফার লোভে অসুস্থ গরুটি ৫৫০০০ টাকায় ক্রয় করে সাগর আলীর কাছে বিক্রয় করেন
এই দুই ব্যবসায়ীর যোগসাজশে অসুস্থ গরুর মাংস বিক্রির পাঁয়তারা করছিলেন; জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।