দুর্নীতির দায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্ট্যান্ড রিলিজ, বদলী ঠেকাতে মরিয়া

 

মোঃ আব্দুল কাদের,খাগড়াছড়ি থেকেঃ

পার্বত্য খাগড়াছড়ি জেলার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেঃ সাহাব উদ্দিন-কে তার বর্তমান কর্মস্থল খাগড়াছড়ি থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে ।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৫ জুন ২০২৩ খ্রী’ তারিখে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো: আবদুল মালেক এ সংক্রান্ত এক আদেশ প্রদান করেন ।

১৮ জুন ২০২৩ তারিখের এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতেই হবে, অন্যথায় এই বদলি আদেশটি স্ট্যান্ড রিলিজ হিসাবে গন্য হবে বলে উল্লেখ রয়েছে ।

অভিযোগে রয়েছে ২০২২ সালে সেপ্টেম্বর মাসে নতুন কর্মস্থল খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে জেলা শিক্ষা অফিসার মোং সাহাব উদ্দিন,শিক্ষক হয়রানীসহ নানা অনিয়মে জড়িয়ে পরেন। কথিত রয়েছে পূর্বের কর্মস্থল চাদঁপুর জেলায় থাকা অবস্থায় ও বিভিন্ন অনিয়মের কারনে শাস্তিমূলক বদলী করে খাগড়াছড়ি জেলা পদায়ন করা হয়। এখানে যোগদানের পর থেকে একশ্রেণির দালাল জেলা শিক্ষক নেতাদের সহযোগিতা শিক্ষকদের নানা অজুহাতে বদলী করে সেই পদে মোটা অংকের টাকার বিনিময়ে অন্য শিক্ষককে পদায়ন করছে। সামান্য অজুহাতে শিক্ষক হয়রানি, বেতন কর্তন সহ দলীয় তকমা লাগিয়ে মোটা অংকের টাকার দাবী করে, আর এই অনিয়মের রফাদফা করতে কয়েকজন শিক্ষক নেতা তার সহযোগী হিসেবে কাজ করছে। জানাযায় জেলা শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর ও কয়েকজন শিক্ষক নেতার শক্তিশালী সিন্ডিকেট মিলে এই অপকর্মে জেলা শিক্ষা অফিসারকে সহযোগিতা করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান। এদের ভয়ে কেউ মুখ খুলছে না, পুরো জেলা জুড়ে শিক্ষকদের মধ্যে বদলী আতংক কাজ করছে ও চাপা ক্ষোভ বিরাজ করছে।
এখানে সরকারের নির্দেশীত সময়ে যোগদান না করে প্রভাব খাটিয়ে সরকারি আদেশ অমান্য করে তিনি অবৈধভাবে ১৯ জুন ২০২৩ খ্রী: তারিখে ও খাগড়াছড়ি অবস্থান করছেন । বদলী ঠেকাতে মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছেন বলে জানাযায়।

বদলি অর্ডার জনিত বিষয়ে সদ্য বিদায়ী খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেঃ সাহাব উদ্দিন জানান, বদলি অর্ডার হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদান করার জন্য কয়েকদিন সময় নিতে পারি ।