কাপ্তাই হরিণছড়া হেডম্যান পাড়ায় মহিলা সমাবেশে ইউএনও রুমন দে

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলার আওতাধীন দূর্গম পাহাড়ে (সেনাবাহিনী, আনসার,পুলিশের স্পেশাল স্কটের মাধ্যমে) আজ ৭ জুন বুধবার হরিণছড়া হেডম্যান পাড়ায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মহিলা সমাবেশ করা হয়। উক্ত মহিলা সমাবেশ এ প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমন দে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ ,চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খেয়াং, কাপ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, কাপ্তাই উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা ঝিমি চাকমা,কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ,কাপ্তাই বাইজ্জাতলি মৌজা র হেডম্যান থোয়াই অং মারমা, সাংবাদিক ঝুলন দত্ত প্রমুখ। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে হরিণছড়া হেডম্যান পাড়ায় মহিলা সমাবেশ এ আরো উপস্থিত ছিলেন কার্বারী,পাড়াকর্মী,ইউনিয়ন পরিষদের সদস্যসহ সমাজপতি, অত্র এলাকার মহিলারা।