চোরাচালানকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য আটক

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুন্ডে র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৪৫ লাখ টাকা মুল্যের ৫৩মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ।নিয়মিত বিটুমিন চোরাচালানকারী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য গ্রেফতার।

২জুন বিশেষ আভিযানে সীতাকুন্ড থানাধীন দক্ষিন সোনাইছড়ি এলাকার চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি তেলের ডিপোর ভিতরে আলমগীর হোসেন (৩০), পিতা-জসীম উদ্দিন, সাং-উত্তর লাম্পুপাড়া, থানা-
রামগড়, জেলা-খাগড়াছড়ি’কে আটক করতে সক্ষম হয়।

গোপন সংবাদে একটি তেলের ডিপোর ভিতর হতে অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে উক্ত তথ্যে আসামীকে আটক করে।

সাক্ষীদের সামনে আসামীকে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে নিজেই স্বীকার করে যে, তিনি দীর্ঘদিন যাবৎ নিয়মিত/অভ্যাসগতভাবে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে বলে অকপটে স্বীকার করে। বর্নিত স্থান হতে জব্দকৃত বিটুমিন তার দখলে রাখার ও ক্রয়-বিক্রয় করার বিষয়ে জানতে চাইলে আসামী আলমগীর হোসেন বৈধ কোন কাগজপত্র/চালান দেখাতে পারেনি। এসময় আসামী নিজ মুখের স্বীকারোক্তি ও নিজ হতে দেখানো মতে তার হেফাজত থাকা ০২টি ট্রাক হতে সর্বমোট ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা।

জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, ধৃত আসামী আলমগীর হোসেন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে আসছিল। ৩জানুয়ারী ২০২২ইং একই গ্রুপের চোরাই বিটুমিন চক্রের সক্রিয় ০৩ সদস্যকে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বাংলা বাজার এলাকা থেকে প্রায় ১৬হাজার লিটার চোরাই বিটুমিনসহ আটক করেছিল।

আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।