চাচাতো ভাই হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মূল আসামী আটক

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর চাচাতো ভাই কর্তৃক ইমান আলী’কে পারিবারিক পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনায় মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মূলআসামী মোঃ আবু বক্কর সিদ্দিককে ময়মনসিংহের চুরখাই বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪,ময়মনসিংহ।

অদ্য ৩০ মে সকাল ১১টায় একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদে কোতোয়ালী থানাধীন চুরখাই বাজার এলাকা হতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ২০১০ সালের চাঞ্চল্যকর ইমান আলী হত্যা মামলায় প্রধান আসামী,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক,মোঃ আবু বক্কর সিদ্দিক (৪০),পিতাঃ মোহাম্মদ হাসিম উদ্দিন,সাং- চুরখাই,থানাঃ সদর,জেলাঃ ময়মনসিংহ’কে গ্রেফতার করে।

৫ নভেম্বর ২০১০ইং কোতয়ালী থানাধীন চুরখাই মাঠপাড় এলাকায় ভিকটিম ইমান আলী(২৮)কে আসামী আবু বক্কর ডেকে নিয়ে ২০-২৫ জন মিলে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়। ভিকটিমের পিতা মোঃ ইদ্রিস আলী (৬৫) (বর্তমানে মৃত) বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম,সাক্ষ্য প্রমাণ শেষে মূলহোতা আবু বক্কর সহ আসামী সাদ্দাম ও কালুর বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়।

বিজ্ঞ আদালত গত ২৮মে ৩আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও বাকি আসামীদের বেকুসুর খালাস প্রদান করেন। হানিফ নামের এক শিশু আসামী থাকায় তার মামলাটি শিশু আদালতে চলমান রয়েছে। বর্তমানে আসামী সাদ্দাম ও কালু জেল হাজতে আছে।

জিজ্ঞাসাবাদে আসামী হত্যার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনা না ঘটে,সেই প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।

আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তথ্য নিশ্চিত করেছেন,র‍্যাব-১৪,এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া অফিসার) মোঃ আনোয়ার হোসেন।