শিক্ষানুরাগী ডা. এস.এম. কাউসার মেধা বৃত্তি’র পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হল রাঙ্গুনিয়া র শিক্ষানুরাগী ডা. এস.এম. কাউসার মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ এর পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে পৌরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী। উদ্বোধক ছিলেন বৃত্তি পরীক্ষাটির প্রধান পৃষ্ঠপোষক ডা. এস.এম. কাউসার। রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক করিম উদ্দিন হাসান ও নির্বাহী সদস্য মুহাম্মদ মাহাবুব আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিক্ষা নিয়ন্ত্রক বদি আহমদ চৌধুরী, প্রধান পরিক্ষক মো. খিজির হায়াত, শাহজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, ফিরোজ আলম ভূইয়া, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহ আলম, মো. মোস্তফা কামাল, অভিভাবক প্রতিনিধি শিক্ষক কাজী মুহাম্মদ আহসান প্রমুখ। পরিক্ষায় রাঙ্গুনিয়ার ৬৫টি কেজি স্কুলের আট শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৪ জনকে গোল্ড মেডেল, ১৬ জনকে ট্যালেন্টপুল, ২২ জনকে প্রথম গ্রেড এবং ৭৫ জনকে সাধারণ গ্রেডসহ মোট ১১৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা ।