
জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়াঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ এ কলেজ ও মাদ্রাসার উপজেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হলেন নারায়নপুর ডি. এস. কামিল (এম.এ) মাদ্রাসার সরকারি অধ্যাপক এ.কে. এম. হাবিবুর রহমান হেলাল।মঙ্গলবার (১৩ জানুয়ারি)
উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলের ভিত্তিতে তার এ নির্বাচন নিশ্চিত করা হয়।শিক্ষা ও স্কাউটিং এ দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা,নিষ্ঠা ও মননশীলতার স্বীকৃতি স্বরূপ তিনি এর সম্মাননা লাভ করেন। এর আগেও তিনি দু’বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান শিক্ষাগত যোগ্যতা, স্কাউটিং এর অভিজ্ঞতা, সৃজনশীলতা, সঠিক নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ড, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত মাল্টিমিডিয়া ব্যবহারের সক্ষমতার ভিত্তিতে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হন। তিনি নবীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য।তিনি উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।




