
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উৎসাহিত করা এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভোটালাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কাপ্তাই উপজেলার সাক্রাছড়ি হাই স্কুলে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভোটালাপ অনুষ্ঠানে
স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ভোটদান একটি মৌলিক নাগরিক অধিকার। ভোটের মাধ্যমেই একজন নাগরিক তার মতামত ও পছন্দের প্রতিফলন ঘটাতে পারেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটালাপে ভোটারদের ভূমিকা, ভোট প্রদানের গুরুত্ব এবং গণভোট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভোটাধিকার প্রয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং সচেতনতামূলক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন সাক্রাছড়ি এলাকাবাসী।




