অসামাজিক কার্যকলাপ অভিযোগে আটক-১০

বিশেষ প্রতিনিধিঃ

সিএমপি পতেঙ্গা মডেল থানার অভিযানে অনৈতিক অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ১০ জন।

১৭মে,বুধবার, আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং- ৫০/২৩, রুজু করা হয়।

১৬মে,মঙ্গলবার,গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ বাদশা, মাহাবুর রহমান, মোঃ আলমগীর হাওলাদার, নাহিদ হোসেন, মোঃ জাহিদ আলম, উম্মে কুলসুম, স্বপনা আক্তার, মাজিদা আক্তার,জেসমিন বেগম ও রুনিয়া’কে আটক করেন।

সিএমপি পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমানের নেতৃত্বে, এসআই/ জসীম উদ্দীন, এসআই/ শাহাদত হোসেন, এসআই/ ফরিদ আহমেদ, এসআই/ মোঃ ফিরোজ, এএসআই/ নিশান কুমার দে, এএসআই/প্রনব দাশ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে ১০ জনকে আটক করে
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে।