
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির আসামবস্তী–কাপ্তাই সড়কে বন্যহাতির আকস্মিক আক্রমণে ঝর্ণা চাকমা (৬৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক মহিলা যাত্রী। রবিবার সন্ধ্যা ৭টার দিকে আগরবাগান এলাকার এক কিলোমিটার পয়েন্টে এ ঘটনা ঘটে। একই ঘটনায় দু’টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। নিহত ঝর্ণা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা এবং মিলন কারবারির সহধর্মিণী। জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান রাত ৮টায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজি চালক সমিতির সভাপতি আবু বক্কর জানান, রাঙামাটি থেকে কাপ্তাইগামী একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়লে হাতিটি গাড়িতে থাকা দুই নারী যাত্রীকে আঘাত করে গুরুতর আহত করে। পথচারী ও সিএনজি চালকেরা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে ঝর্ণা চাকমা মারা যান। আহত আরেক নারী চিকিৎসাধীন রয়েছেন। এ সময় অটোরিকশার চালক সড়ক থেকে দৌড়ে প্রাণে রক্ষা পান। ঘটনার মাত্র ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশাটিও হাতির আক্রমণের মুখে পড়ে। দুলাল প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে গেলেও তার গাড়িটি হাতি ঠেলে খাদে ফেলে দেয়। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহায়তায় রশি ব্যবহার করে খাদে পড়ে থাকা অটোরিকশাটি উদ্ধার করেন। ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমন্বিত প্রচেষ্টায় গাড়িটি উদ্ধার করেছেন।





