
চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাইঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে আসন্ন যুবদল কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় কর্মীরা বলছেন—দীর্ঘদিনের ত্যাগী, ক্লিন ইমেজের রাজনীতিবিদ মোঃ জাহাঙ্গীর আলম-ই রাইখালী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী। রাইখালীর কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর আলম ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি যুবদলে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি ও যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী সরকারের দমন-নিপীড়নের সময় তিনি ও তার পরিবার হামলা-মামলার শিকার হন। আন্দোলনের মঞ্চে তার বলিষ্ঠ কণ্ঠস্বর, নেতাকর্মীদের প্রতি দায়িত্ববোধ ও নির্লোভ চরিত্র তাকে তৃণমূলের প্রিয় মুখে পরিণত করেছে। তৃণমূলের অসংখ্য নেতাকর্মীরা জানিয়েছেন, মোঃ জাহাঙ্গীর আলম তৃণমূল থেকে উঠে আসা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় যুবনেতা। তিনি দুর্নীতি পছন্দ করেন না, সবসময় কর্মীদের পাশে থাকেন। এমন নেতা যদি সভাপতির দায়িত্ব পান, তাহলে রাইখালী ইউনিয়নের যুবদল নতুন উদ্যমে এগিয়ে যাবে। অন্যদিকে, সম্ভাব্য সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেন —যদি সংগঠনের নেতৃত্বে আসার সুযোগ পাই, আমি রাইখালী ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী ও সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলবো। মাদকমুক্ত সমাজ গঠন, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি রক্ষা এবং বিএনপির প্রতি সাধারণ জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করলেই দল শক্তিশালী হবে। সেই লক্ষ্যেই কাজ করে যাব। তৃণমূলের এই চাওয়া এখন উপজেলা ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টিতে—তারা যেন যুবদলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে একজন ত্যাগী, ক্লিন ইমেজের ও যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করেন, এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।





