রাঙামাটিতে নার্সেস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

 

মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙ্গামাটি স্বাধীনতা নার্সেস পরিষদ কতৃর্ক আয়োজিত আর্ন্তজাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা শুরু করে রাঙামাটি সদর হাসপাতালে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা শেষে নার্সিং ইনিস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য জনাব সবির কুমার চাকমা, রাঙামাটি সদর হাসপাতালের আরএমও মোঃ শওকত আকবর সহ রাঙামাটি সদর হাসপাতালের নার্সবৃন্দ।