কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

 

চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাইঃ

রাঙামাটির কাপ্তাইয়ে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় কাপ্তাই শিলছড়িস্থ ফ্লোটিং প্যারাডাইসে “কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটি”র আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব মাহবুব হাসান বাবু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহবায়ক দিলদার হোসেন। তিনি বলেন, “খেলাধুলায় কাপ্তাইয়ের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আন্তর্জাতিক, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে এখানকার খেলোয়াড়রা সাফল্যের সাথে অংশগ্রহণ করছেন। রাঙামাটির ‘মারী স্টেডিয়াম’-এর নামকরণও কাপ্তাইয়ের একজন কৃতি সন্তানের নামে—যা কাপ্তাইয়ের ক্রীড়া সম্ভাবনার স্পষ্ট প্রমাণ। অথচ অত্যন্ত দুঃখজনক যে, একটি মহল কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে অনীহা প্রকাশ করছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—কাপ্তাই উপজেলাতেই যেন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। তিনি আরও বলেন, “কাপ্তাইয়ে বিকেএসপি কেন্দ্র স্থাপিত হলে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের জন্য এটি হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এতে স্থানীয় তরুণদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে, জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং সরকারের সময় ও ব্যয় সাশ্রয় ঘটবে। কাপ্তাইয়ের প্রাকৃতিক পরিবেশ, পর্যাপ্ত জায়গা ও নিরাপত্তা ব্যবস্থা এই প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান, চন্দ্রঘোনা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা মোঃ ইব্রাহীম, যুব নেতা মোহাম্মদ মাসুদ, ইউসুফ প্রমুখ। বক্তারা একমত হয়ে বলেন, “কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শুধু কাপ্তাই নয়, বরং সমগ্র পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।