
চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাই:
রাজস্থলী প্রেসক্লাব সভাপতি মোঃ আজগর আলী খান ও সাংবাদিক আইয়ুব চৌধুরী , মোঃ সুমন খান, উচ্চ প্রু মারমা কাপ্তাইয়ের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর ) বাঙ্গালহালীয়া ভোজন বিলাস রেস্টুরেন্টে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে রাজস্থলী প্রেসক্লাবের আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় কাপ্তাইয়ের সাংবাদিকবৃন্দ রাজস্থলী প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুন্দর, সুষ্ঠু ও সফল নির্বাচনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনায় কাপ্তাইয়ের সাংবাদিকরা আশা প্রকাশ করেন— রাজস্থলী প্রেসক্লাবের এ নির্বাচন স্থানীয় সাংবাদিক সমাজে ঐক্য ও পেশাগত মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন — সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, বিজয় মারমা, রিপন মারমা, এম বাবুল, এবং নাট্যব্যক্তিত্ব শের খান প্রমুখ। শেষে সৌজন্য সাক্ষাৎ শেষে কাপ্তাই-রাজস্থলী সাংবাদিকরা এক অনানুষ্ঠানিক দুপুরে ভোজনের মধ্যে দিয়ে সৌজন্য মতবিনিময় শেষ হয়।





