
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
পৃথিবীর সকল প্রকার দানীয় সামগ্রী একত্র করিয়া দান করিলেও একখানা কঠিন চীবর দানের ষোল ভাগের এক ভাগ হয় না”— তথাগত বুদ্ধের এই মহান উক্তিকে ধারণ করে কাপ্তাই উপজেলার বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫ ইং) শুভ ৪৮তম কঠিন চীবর দানোত্তম উৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়। বুদ্ধ শাসনের চিরস্থিতি কামনায় আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ ভিক্ষু, উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকা ও ভক্তবৃন্দ স্ব-বান্ধব অংশগ্রহণ করেন।
উক্ত কঠিন চীবর দান উৎসবে সভাপতিত্ব করেন কাপ্তাই ওয়াগ্গা দেবতাছড়ি মহাজনপাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. ক্ষেমিন্দা মহাথেরো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপ্তাই বারঘোনীয়া রেশম বাগান জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কল্যাণ বিকাশ তনচংগ্যা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুঞঞঞাবংশ মহাথেরো। সভায় স্বাগত বক্তব্য রাখেন বারঘোনীয়া রেশম বাগান জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমালংকার থেরো।
প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রইহ্লা অং মারমা এবং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার। বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন—রাঙামাটি কাউখালী সোনাইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ মহাথেরো এম.এ,
চট্টগ্রাম রাঙ্গুনিয়া কদমতলী ধর্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপংকর মহাথেরো।
এসময় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে
বক্তব্য রাখেন বারঘোনীয়া রেশম বাগান জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের সভাপতি দয়ারাম তনচংগ্যা।
সকালে কঠিন চীবর দান উপলক্ষে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বুদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং অতিথি আপ্যায়ন। দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দের আসন গ্রহণ ও বরণ, পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম সভা, কঠিন চীবর দান ও উৎসর্গ, ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে ৪৮তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘোষণা হয়।





