সাংবাদিক ইউনিয়ন যশোর পরিবারের পাঁচ সন্তান এইচএসসিতে কৃতিত্বের ছোঁয়ায় উজ্জ্বল

 

যশোর ব্যুরো:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তান। তাদের এই সাফল্যে আনন্দিত ও গর্বিত সংগঠনের সদস্যরা। সংগঠনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম.এম. কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে। সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস. এম. সোহেলের পুত্র মানাজির আহসান তিশান বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সংগঠনের সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম.এম. কলেজের মানবিক বিভাগ থেকে গোল্ডেন এ+ পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। এছাড়া সদস্য শিশির কান্তি বিপুলের কন্যা স্নেহা সরকার একই কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করে সাফল্যের ধারায় যুক্ত হয়েছে। সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমান যশোর সরকারি মহিলা কলেজ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্ব। তাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।