
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার , লংগদু উপজেলার ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনে ২০০৯ এর আওতায় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃজাহাঙ্গীর হোসাইন এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সদরের দুটি মুদিমালের দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকায় হালনাগাদ তথ্য ও পণ্যের গুণগত মানে ক্রটি পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় এক হাজার টাকা করে এবং একটি খাবারে হোটেলকে খাবারের গুনগত মানের ক্রটি ও পরিমাপে কম দেয়ার জন্য ভোক্তা অধিকার আইনে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন লংগদু থানা পুলিশ ও আনসার সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, ভোক্তাদের নিরাপদ খাবার ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি এতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ছে, মেয়াদহীন পন্য সামগ্রী বিক্রি বন্ধ হচ্ছে, পরিস্কার পরিচ্ছন্নতার মানও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এ অভিযান কার্যক্রম রুটিনমাফিক অব্যহত থাকবে।





