
যশোর ব্যুরোঃ
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর ও কাগমারী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোসলেম (৬০),কাগমারী হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। অপরজন মমিনুর রহমান। তিনি গয়ড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় ৫০ গ্রাম গাঁজা।
আর রায়হান উদ্দীন, কাগমারী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক কে.এম.এ হানিফ ও শাহরিয়ার হোসেন। পরে তাদেরকে দোষী সাব্যস্ত করে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নিয়াজ মাখদুম মোবাইল কোর্টে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বেনাপোল স্থলবন্দরে সদস্যরা।





