যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের মানববন্ধন

যশোর ব্যুরো:
প্যালেস্টাইনের নিরন্ন মানুষের জন্য ত্রাণবাহী গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলা জাহাজসমূহ আটকে দেওয়া এবং মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ আজ সকাল ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েলের দানবীয় রূপ শুধু বিশ্বকে অস্থিতিশীল করছে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজে হামলা ও গ্রেফতার করে বিশ্ব মানবতার প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছে। তারা অবিলম্বে যুদ্ধবিধ্বস্ত ও নিরন্ন প্যালেস্টাইনের মানুষের কাছে ত্রাণ দ্রুত পৌঁছে দেওয়ার এবং গ্রেফতারকৃত মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। মানবতার পক্ষে দাঁড়াতে ও সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনের সঞ্চালনা করেন দীপংকর দাস রতন। এ সময় বক্তব্য রাখেন হারুন অর রশীদ, অ্যাড. আমিনুর রহমান হিরু, অ্যাড. বাসুদেব বিশ্বাস, চঞ্চল সরকার, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুর রহমান ভিটুখবির শিকদার প্রমুখ।