
চট্টগ্রাম প্রতিনিধিঃ
গাউছিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর চন্দ্রনগর-চৌধুরী নগর ইউনিটের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী ২নং জালালাবাদ চৌধুরী নগর মোড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন অধ্যক্ষ আবুন নুর মুহাম্মদ হাচ্ছান বিন নূরী, সুপার আজাদী বাজার আজিজিয়া হাসেমীয়া নূরিয়া দাখিল মাদরাসা ও খতিব চট্টগ্রাম সি অ্যান্ড বি জামে মসজিদ।
প্রধান বক্তা হিসেবে বয়ান করেন চট্টগ্রাম চন্দনাইশ সাতবাড়িয়া শাহ আমানত (রঃ) দাখিল মাদ্রাসার মুদার্রিস ও পটিয়া কচুয়াই কালো মসজিদের খতিব মুহাম্মদ রবিউল হাসান দায়েমী। বিশেষ বক্তা ছিলেন নাসিরাবাদ এরশাদ নগর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মৌলানা মুহাম্মদ হাবীব ইলাহী।
এ ছাড়া মাহফিল পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন বায়েজিদ বোস্তামী ক্যান্টনমেন্ট হাশেমীয়া গাউছিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম কাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন সংবাদ এর নির্বাহী পরিচালক ও আনজুমানে বেতাগীয়া মোহাম্মদিয়া কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব বেলাল আহমেদ।
মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষাগ্রহণ করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।





