বরকল উপজেলার বরুনাছড়ি জোন নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

 

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি জোন নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী-১ জন, আয়া-১ জন, অফিস সহায়ক-১ জন, পরিচ্ছন্নতা কর্মী -১ জন সর্বমোট ৪(চার) টি চতুর্থ শ্রেণী পদে আজ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থানীয় এলাকার মোঃ ইখতিয়ার হোসেনের স্বাক্ষরিত রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন উক্ত স্কুলের সভাপতির ছেলে,ছেলের বউ, শ্যালক,ভাতিজা, শ্যালকের বউ রক্ত সম্পর্কীয় আত্মীয় প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগ বোর্ডে কিভাবে সভাপতি নিয়োগবোর্ডের সদস্য পদে থাকবেন। ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগবোর্ডে ছিলেন রতন বড়ুয়া,( প্রধান শিক্ষক), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ, চট্টগ্রাম আঞ্চলিক উপপরিচালকের প্রতিনিধি মোঃ জাহেদুল ইসলাম খান। বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিনিধি ১ জন মোট ৫(পাঁচ) জন।
প্রধান শিক্ষক রতন বড়ুয়া প্রতিবেদককে মুঠোফোনে বলেন,
অত্র বিদ্যালয়ের সভাপতির ছেলে, ছেলের বউ এবং নিকট আত্মীয় প্রার্থী থাকার কারণে নিয়োগ বোর্ডে সভাপতি সদস্য পদে থাকতে পারেনা, এজন্য নিয়োগ বোর্ডের সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

নিয়োগ বোর্ডের আরেক সদস্য মোঃ জাহেদুল ইসলাম খান, প্রতিবেদককে মুঠোফোনে বলেন, মাধ্যমিক স্তরে চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতির রক্ত সম্পর্কীয় আত্মীয় প্রার্থী থাকলে তিনি নিয়োগ কমিটিতে থাকতে পারেনা। উক্ত বিদ্যালয়ের সভাপতির রক্ত সম্পর্কীয় আত্মীয় প্রার্থী থাকার কারণে সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।