
আহমদ বিলাল খানঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলা পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভুতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ, পৌর নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি পৌরসভা গেইটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপত্বি মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, ভূক্তভোগি সাহিদা বেগম, পার্টির রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা প্রমূখ। এতে সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা। নেতৃবৃন্দরা বলেন, রাঙ্গামাটি পৌর এলাকায় ডেঙ্গু- চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা করা, চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া, ফুটপাত দখল মুক্ত করা, পৌর এলাকায় কাপ্তাই হ্রদ থেকে কচুরীপনা অপসারণ করা, জলাবদ্ধতা ও রাঙামাটি শহরে যানজট নিরসন করা, জন্মনিবন্ধণ ও নাগরিক সনদ করতে হয়রানী বন্ধ করা, মব সন্ত্রাস কঠোরভাবে বন্ধ করা, নিত্যপণ্যের দাম কমাতে হবে ও টিসিবিতে ফ্যামেলী কার্ডের সংখ্যা বাড়াতে হবে।