কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা

রাঙ্গামাটি কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে। নিহতের নাম মো. শাহীন (২৪)। তিনি স্থানীয় বড়ইছড়ি কলেজ রোড এলাকার বাসিন্দা এবং মো. শহীদুল্লাহর পুত্র।পারিবারিক সূত্রে জানা যায়, রাতের ঘটনায় শাহীনের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িকে খবর দেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। শাহীনের স্ত্রী জানান, গতকালরাতে তিনি বাপের বাড়ি রাঙ্গুনিয়া থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ঘরের ভেতর অস্বাভাবিক নড়াচড়া টের পান। আলো জ্বালিয়ে দেখেন, শাহীন সিলিং ফ্যানে ঝুলছে। এ বিষয়ে শাহীনের মা বলেন, “আমার ছেলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না। শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে এসে সে নিজ ঘরে ঘুমাতে যায়। হঠাৎ কেন সে ফাঁসি দিল আমরা বুঝতে পারছি না। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে ফেরার পরই এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, শাহীনকে যে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানে সিলিং ফ্যান থেকে মাটি পর্যন্ত দূরত্ব মাত্র সাত ফিট, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। তারা আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। মৃত্যু সময় শাহীনের ৫ বছরের একটা ছেলে সন্তান রেখে যায়।