
বিশেষ প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তাই আজকের শিক্ষার্থীরা এগিয়ে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন, তারই কন্যা শেখ হাসিনার আন্তরিকতায় আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। শিক্ষা ক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চেয়ারম্যান বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে স্কুলের সিনিয়র শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান , চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, হেডম্যান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।