
রিপোর্টার: আলাউদ্দিনঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন থেকে বাংলা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাজুড়ে গর্ত আর ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বৃষ্টির পানিতে গর্তগুলো এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে। এতে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এমনকি পায়ে হাঁটাচলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও বড় ধরনের সমস্যা হচ্ছে। স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা বলছেন, রাস্তায় ধুলোবালি ও কাদা একদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার শঙ্কাও তৈরি করছে। ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটি ভেঙে পড়ায় পণ্য আনা–নেওয়ায় অতিরিক্ত খরচ ও সময় লাগছে, যা স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামতের আহ্বান জানিয়েছেন।