খাগড়াছড়িতে অসহায়-অস্বচ্ছলদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

 

আহমদ বিলাল খানঃ

খাগড়াছড়িতে অসহায়-অস্বচ্ছলদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তার অংশ হিসেবে অর্ধশতাধিত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সদর জোনের বাগান বিলাস হলরুমে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা প্রদান করেন।আয়োজকরা জানান, ১৪ পরিবারকে আর্থিত অনুদান বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা, এক পরিবারকে সেলাই মেশিন ও ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্ত সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।