
মোঃ ওমর ফারুক নানিয়ারচর উপজেলা প্রতিনিধিঃ
নানিয়ারচরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর কলেজের অধ্যক্ষ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, নানিয়ারচর থানার প্রতিনিধি, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইসমাইল হোসেন সিরাজী এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে দেশে সংঘটিত গণঅভ্যুত্থান এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তারা বলেন, “২০২৪ সালের এই গণজাগরণ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুঃশাসন, অনিয়ম, অবাধ দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের জাগ্রত প্রতিবাদ।” নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইসমাইল হোসেন সিরাজী তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাইয়ে দেশের মানুষ যেভাবে রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তা একটি ঐতিহাসিক অধ্যায়। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলন ছিল সময়ের দাবি। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক প্রতিহিংসা, একদলীয় শাসন ও পুলিশি নির্যাতনের অবসান ঘটাতে হবে। তারা অবিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।