
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন—রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি একরামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা,
সাংগঠনিক সম্পাদক (২) মিজানুর রহমান,শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাপ্তাই বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন,বিদ্যুৎ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি পারুল আক্তার,সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা,
সাংগঠনিক সম্পাদক জরিনা বেগম,কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা,ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ—জাকির হোসেন (চন্দ্রঘোনা) আনোয়ার হোসেন ও মায়ারাম তনচংগ্যা (ওয়াগ্গা) কামাল হাকিম (কাপ্তাই) আবুল হাসেম মেম্বার (রাইখালী)
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক তরিক উল্লা,সাবেক ছাত্রনেতা রহমতুল্লাহ মনু,ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল ও সদস্য সচিব মো. ইব্রাহিম,ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আকাশ ও মেহেদি হাসান ফাহিম,উপজেলা জাসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু,সাধারণ সম্পাদক ওমর ফারুক,
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবগণ—
শহিদুল ইসলাম ও ইসমাইল হোসেন মিলন (চন্দ্রঘোনা)আবুল বাশার বাবুল ও সঞ্জয় তঞ্চঙ্গ্যা (ওয়াগ্গা) মংচ্যূ মারমা (চিৎমরম) আব্দুল আজিজ ও সালাউদ্দিন রুবেল (কাপ্তাই) রাইখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতিচ্ছবি, যা গণতন্ত্র পুনরুদ্ধারে অনুপ্রেরণা যোগায়।