কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: লংগদুতে প্লাবন, দুর্ভোগে শত শত পরিবার

 

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
লংগদুতে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার আটারকছড়া, কালাপাকুজ্জ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমুখসহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালা-লংগদু সড়কসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কাপ্তাই বাঁধের গেট বন্ধ থাকার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে প্লাবনের মাত্রা আরও বেড়েছে। তারা দ্রুত কাপ্তাই বাঁধ খুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।