কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জুলাই পুনর্জাগরণ ২০২৫ প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত

 

কাপ্তাই প্রতিনিধিঃ
বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন এর সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা- ২০২৫ শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিকএক মনোজ্ঞ কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সুশৃঙ্খল আচরণের জন্য ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সহকারী শিক্ষক সুলতানা বেগম, ফাতেমা জামান চৌধুরী এবং জান্নাতুল ফেরদৌস। বক্তারা বলেন, “এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, সহ-শিক্ষা কার্যক্রমেও দারুণ সাফল্য দেখিয়ে যাচ্ছে। তাদের মেধা ও মনন সত্যিই প্রশংসনীয়।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল আফছার বাবুল, সদস্য মোঃ জাকির হোসেন সুমনসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। সবশেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা উৎসাহব্যঞ্জক বক্তব্য দিয়ে তাদের ভবিষ্যতের সফলতার কামনা করেন এবং এমন আয়োজন নিয়মিত করার অভিমত ব্যক্ত করেন।