
মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলায় নানিয়ারচর উপজেলার বুড়ি ঘাট ইউনিয়নে চিংড়ি খাল নামক স্থানে চিরনিদ্রায় শায়িত
বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বীর শ্রেষ্ঠের সমাধিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও রাঙ্গামাটি শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন। ১৯৭১সালের ২০এপ্রিল রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরদর্পে লড়াই করে শহীদ হয়েছিলেন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মহান মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদান রাখায় ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করে। ১৯৯৬সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের নির্দেশে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিস্থল চিহ্নিত করা হয়।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল বলেন, দিনটিকে যথাযথভাবে উদযাপনের জন্য বীরশ্রেষ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে নানা কর্মসূচী পালন করে থাকে। এবছর রমজানের কারণে বড় কোন আয়োজন করা হয়নি। তবে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।