লংগদুতে সেনা অভিযানে কারেন্ট জাল জব্দ ও জরিমানা

লংগদু প্রতিনিধিঃ

২১ জুলাই সোমবার দুপুর ১টায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় গোপন সংবাদের বিত্তিতে লংগদু জোনের সেনা টহল দল লেঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে মোঃআব্দুর রহিম (৬০) পিতা- মৃত আলী নেওয়াজ এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৭৯৭ পিস কারেন্ট জাল উদ্ধার করা হয়। লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসাইন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উক্ত কারেন্ট জাল সমূহ জব্দ করেন। জব্দকৃত ৭৯৭ পিস কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৪,৫০, ০০০/- টাকা বলে জানান ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম । উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন লংগদু জোনের লেঃ সিদ্দিকুর রহমান, লংগদু থানার এসআই মোঃ বোরহান উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি মো: ফারুক আহমেদ ইউপি মেম্বার সহ সেনাবাহিনীর সদস্য, লংগদু থানা পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসাইন বলেন
বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর বিবেচনায় ২০০২ সালে সংশোধিত মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। অবৈধভাবে কারেন্ট জাল মওজুদের দায়ে ব্যবসায়ী আঃ রহিমকে মুচলেকার মাধ্যমে ৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং জব্দ কৃত কারেন্ট জাল সমূহ পুড়িয়ে দেওয়া হয়।