
মোঃ ওমর ফারুক নানিয়ারচর প্রতিনিধিঃ
ঢাকা কেন্দ্রিক আসন্ন জাতীয় সমাবেশকে সামনে রেখে নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নানিয়ারচর নিচ বাজার লঞ্চঘাট থেকে শুরু হয়ে মডেল মসজিদ হয়ে বাবু চুনিলাল সেতু পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথচারীদের মধ্যে জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ জুলফিকার আলী। তার সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমির ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা সেক্রেটারী আব্দুল কাইয়ুম, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। নেতারা বলেন, “বর্তমান দেশের সংকটময় পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে জনগণকে সমাবেশ সম্পর্কে অবগত করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” মিছিল ও লিফলেট বিতরণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ করা গেছে। আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক কর্মসূচি পালন করছে।