কাপ্তাইয়ে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি ইউসুফ, সম্পাদক আক্তার হোসেন নির্বাচিত

 

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক, মিনি ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-১০৭৯)-এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার কাপ্তাইয়ের আপ স্টিমার জেটিঘাটস্থ প্রধান কার্যালয়ে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কাপ্তাই অফিসের ৬৭১ জন এবং রাঙামাটি অফিসের ১৪৯ জনসহ মোট ৭৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে সন্ধ্যায় ভোট গণনা শুরু হয় এবং রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ ইউসুফ, সহ-সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে— ১ম: মোঃ ওমর আলমগীর, ২য়: মোঃ শাহিন, ৩য়: ফারুক খান। নির্বাচনে ১৩টি পদের মধ্যে ৭টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশিষ্ট ৬টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কাপ্তাই থানা পুলিশের সদস্যরা মাঠে ছিলেন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন নির্বাচন উপ-পরিষদ ২০২৫-এর চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, সদস্য সচিব বাবু কাজল নন্দী এবং সদস্যগণ বজল আহমদ ও বাবু হারাধন শীল। নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।