
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
রাংঙ্গামাটির লংগদু উপজেলার সাবেক প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ সরকারের গত ৪মে রোজ বৃহস্পতিবার ১৯৮৯ সালে,মাহে রমজানের শেষ দশকে শান্ত আকাশে সূর্য তখনও অস্ত যায়নি, ঠিক সেই সময় রাঙ্গামাটির লংগদু উপজেলায় সংগঠিত হয় এক নির্মম হত্যাকাণ্ড। উপজাতি সন্ত্রাসী শান্তি বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা হন বাঙালি নেতা । আজ তার ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। গতকাল ৪মে,রবিবার সকাল ১০.০ ঘটিকায় লংগদু উপজেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে’ কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷ কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন লংগদু উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো:তোফাজ্জল হোসেন,শাহ আলম মুরাদ, এম এ হালিম, মামুন সহ তার সাথে কাজ করা উপজেলা পরিষদের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ । আব্দুর রশিদ সরকারের ছেলে সাংবাদিকদের জানান , আমার বাবার মৃত্যু দীর্ঘ ৩৬ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকারীদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নেয়নি এতে আমি এবং আমার পরিবার নির্মমভাবে ব্যথিত।আমার বাবাকে রোজারত অবস্থায় সুপরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি আমার বাবার হত্যাকারীর বিচার চাই, আমি একজন বাঙালি হিসেবে একজন বাঙালি নেতার হত্যাকান্ডের বিচার দাবি করি।