
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা অবস্থিত এশিয়ার বিখ্যাত কাগজ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। দীর্ঘ প্রায় ২৫ বছর ৭ মাস চাকরি করার পর তিনি আজ সকালে কর্মস্থলে চাকুরী জীবনের শেষ স্বাক্ষর করেন আনিছুর রহমান।
তিনি ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর অফিস সহকারী হিসেবে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এ চাকুরীতে যোগাদন করেন। তিনি ডিপেন্ডেন্ট হিসাবে চাকুতে নিয়োগ প্রাপ্ত হন। তার পিতা মৃত অলিম উদ্দিন মিয়া এই প্রতিষ্ঠানের পানি শাখার একজন প্রাক্তন শ্রমিক ছিলেন। তিনি ১৯৬৬ সালে চন্দ্রঘোনায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর। তিনি ১৯৮২ সালে কর্ণফুলী পেপার মিলস্ স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি,১৯৮৪ সালে কর্ণফুলী কলেজ থেকে এইচ এস,সি এবং ১৯৮৬ সালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে ডিগ্রি (সমমান) সম্পন্ন করেন।চাকুরি জীবনে কেপিএম শ্রমিক কর্মচারী ইউনিয়নের একাধিক বার নেতৃত্বে দিয়েছেন। তিনি অত্যন্ত সাদা মনের একজন মানুষ। চাকুরী জীবনের পাশাপাশি তিনি একাধিক নাটকে অভিনয় ও পরিচালনা করেছেন। তার সর্বশেষ পরিচালিত নাটক ছিল জন অশোক বাড়ে রচিত ও শিল্পকলা একাডেমি (কাপ্তাই) প্রযোজিত “এবং অবক্ষয়”। অভিনয়ের পাশাপাশি তিনি অনেক গানের মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন। তিনি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক।
ব্যক্তি জীবনে আনিছুর রহমান শাহিদা রহমানের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। মেয়ে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আজ কর্মজীবনের শেষ দিনের খবর পেয়ে তার কর্মস্থলে ছুটে যান রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে এমডি দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায়ী ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ শহীদ উল্লাহ,উৎপাদন বিভাগীয় প্রধান মো: মঈদুল ইসলাম,এমটিএস বিভাগীয় প্রধান ইঞ্জি:আবুল কাশেম রনি,হিসাব বিভাগের কর্মকর্তা শফিউল ইসলাম মিলন, ৭১ টিভি কাপ্তাই উপজেলা প্রতিবেদক রিপন মারমাসহ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কর্মকর্তা- কর্মচারীরা।





