কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন করেন- দিলদার হোসেন

 

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ি এলাকায় চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। হিল ল্যান্ড এডভেঞ্চার এর পরিচালনায় উক্ত কটেজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। এ সময় তিনি বলেন, রূপের রাণী খ্যাত রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা এখানে প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে। যেটা পর্যটন শিল্পকে বিকাশিত করছে । আজকের এই কটেজের উদ্বোধনের মাধ্যমে কাপ্তাই পর্যটন শিল্পী একধাপ এগিয়ে গেল। পর্যটকরা নিরাপদ, নির্বিঘ্নে কাপ্তাই ভ্রমণ করতে পারবে। চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর পরিচালক আশিকুর রহমান ব্যবস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাফর আহমেদ স্বপন,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি যুব এর প্রাক্তন সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক পুষ্পেন বড়ুয়া কাজল,বাংলাদেশ মহা তীর্থ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এস আর ভাট,চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মোঃ খলিলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ একরাম হোসেন,
রাঙ্গামাটি জেলা সোনালী ব্যাংক সিবিএ সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ,
জাসাস সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সুমন ,ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ,বনশ্রী পর্যটন কেন্দ্রের ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরী প্রমূখ।