
মোঃ ওমর ফারুক নানিয়ারচর, রাঙ্গামাটিঃ নানিয়ারচর (রাঙামাটি), ১ মে ২০২৫: মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও জাতীয় সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নানিয়ারচর থানার সন্মুখ পযর্ন্ত প্রদক্ষিণ করে। পরে উপজেলা ইউএনও এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ জুলফিকার আলী। এছাড়াও নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ইউএনও বিবি করিমুন্নেছা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।