
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
২৮ এপ্রিল,সোমবার লংগদু উপজেলায় ‘জাতীয় আইনগত সহায়তা’ দিবস পালিত হয়। এবারে দিবসের প্রতিপাদ্য ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’। নানা কর্মসূচি মধ্য দিয়ে উপজেলায় দিবসটি উদযাপিত হয়েছে ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি করে, উপজেলার পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র্যালি ও আলচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা পুলিশ পরিদর্শক, উপজেলা প্রকৌশলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডমেন, কারবারি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করে সরকার। এ আইনের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়। ২০০৯ সালে এই কার্যক্রম শুরু হয়। দরিদ্র মানুষকে আইনি সেবা দিতে প্রতিটি জেলায় লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। ২০০৯ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সর্বমোট ১১ লাখ ৯৫হাজার ৭৫ জনকে আইনি সেবা দিয়েছে।