লংগদুর মাইনীমুখ বাজারে সরকারি চাল মজুদ ও বিক্রয়ের দায়ে জরিমানা

 

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ

রাঙ্গামাটি, লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধ ভাবে বিক্রি ও গুদামজাত করার দায়ে ৩ ব্যবসায়ীকে মোট ৩৫০০০নগদ টাকা মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার(২৩) এপ্রিল বিকাল সাড়ে তিনটায় উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দোকানে সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধ ভাবে বিক্রি ও গুদামজাত কারার দায়ে খাদ্য উৎপাদন, মওজুদ, স্থানান্তর কার্যক্রম প্রতিরোধ ২০২৩/২১ আইনে মামলা নং ২২/২৬ অনুযায়ী রহমত স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, মামলা নং ১৩/২৫ অনুযায়ী মেসার্স ইখওয়ান স্টোরের মালিক হাজী সামশুল হককে ১৫,০০০/-(পনের হাজার) টাকা, মামলা নং ২১/২৬ অনুযায়ী মেসার্স কাদের স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) টাকাসহ তিন ব্যবসায়িকে মোট ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) নগদ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ,তিনি আরো বলেন সরকারি চাল মজুদ ও বিক্রি কারো জন্য বৈধ নয় তাই যে কেউ অবৈধ কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।  এসময় উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, লংগদু থানা পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বাজার কমিটির নেতৃবৃন্দ মিডিয়াকর্মীদের জানান মাইনীমুখ বাজারে কেউ যদি অবৈধভাবে কোন ব্যবসা করে তাকে আইনের আওতায় এনে বিচার করার জন্য সকল ধরনের সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।