মানিকগঞ্জে মোঃরাজু আহাম্মেদ গ্রেফতার

 

মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক মোঃরাজু আহমেদকে (২৬) গ্রেফতার করা হয়।

সোমবার রাত আটটার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণাকারপট্টি এলাকা থেকে ‘ডেভিল’ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। মোঃরাজু আহমেদ সদর উপজেলার অরঙ্গবাদ-বাড়াইভিকরা গ্রামের হাবিল উদ্দিনের পুত্র।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ ওসি জানান, আইনি প্রক্রিয়া কার্য শেষে আগামীকাল রাজু আহমেদকে আদালতে প্রেরণ করা হবে।