
মোঃ ওমর ফারুক নানিয়ারচর উপজেলা প্রতিনিধিঃ
রাঙামাটিল নানিয়ারচর উপজেলার পাতাছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু ও বিহু—যা সম্মিলিতভাবে বৈসাবি নামে পরিচিত—উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাতাছড়ি নব জাগরণ ক্লাবের সভাপতি উষা কিরণ চাকমা। পাতাছড়ি নব জাগরণ ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। খেলাটি ঘিরে স্থানীয় ও আশপাশের এলাকা থেকে প্রায় ৩ থেকে ৪ হাজার দর্শকের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফাইনালে মুখোমুখি হয় কিংস ইলেভেন ডানে সাবেক্ষন ও নিউটন যুব ক্লাব। ম্যাচের প্রথমার্ধেই নিউটন যুব ক্লাব একমাত্র গোলটি করে এগিয়ে যায়। পরে কিংস ইলেভেন গোল পরিশোধের জন্য একাধিক প্রচেষ্টা চালালেও সফল হতে পারেনি। ফলে ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় নিউটন যুব ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান পিএসসি। জেলা পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন চেয়ারম্যানসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে ভূমিকা রেখেছে।