নানিয়ারচরে ইউএনও র বিদায় ও বরণ অনুষ্ঠান

 

মোঃ ওমর ফারুক (নানিয়ারচর উপজেলা প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান-এর বিদায় এবং নবনিযুক্ত ইউএনও বিবি করিমুন্নেছার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মোহাম্মদ আমিমুল আহসান খান মহোদয়কে সম্মাননা জানানো হয়। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে নানিয়ারচর ত্যাগ করছেন।

একই অনুষ্ঠানে নতুন ইউএনও হিসেবে যোগদানকারী জনাবা বিবি করিমুন্নেছা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি মোঃ নুরুজ্জামান এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ জুলফিকার আলী। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিদায়ী ইউএনও আমিমুল এহসান খান তাঁর বক্তব্যে বলেন, “নানিয়ারচরে দায়িত্ব পালন আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আমি সকলের জন্য দোয়া কামনা করছি।”নবাগত ইউএনও বিবি করিমুন্নেছা তাঁর বরণ বক্তব্যে বলেন, “নানিয়ারচরে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করবো এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও-এর কর্মদক্ষতা, মানবিক মূল্যবোধ এবং প্রশাসনিক বিচক্ষণতার প্রশংসা করেন এবং নবাগত ইউএনও-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও-কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।