
কাপ্তাই প্রতিনিধিঃ
প্রতিবছরের মতো কেপিআরসি ৯৬ ব্যাচ এর উদ্যোগে চন্দ্রঘোনার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ আনন্দ উপহার প্রদান করা হয়। আজ শুক্রবার ২৮ মার্চ ২০২৫ বিকাল ৪টায় কেপিএম তরুন সংঘ কার্যালয় এই ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। জানা যায় কেপিআরসি ১৯৯৬ ব্যাচের সকল বন্ধুদের প্রচেষ্টায় বিগত বছরগুলোর ন্যায় এবারো স্থানীয় তরুণ সংঘ ক্লাবে চন্দ্রঘোনার অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ৯৬ ব্যাচ এর ছাত্র-ছাত্রীরা। এই সময় ১৯৯৬ ব্যাচের রহিম,মামুন,ইমাদ,অমি, আনোয়ার,মিলন, মিলু,সোহেল,বাবু,মানিক, শামীমা,নাহার ও জিয়ার
প্রচেষ্টায় উক্ত কার্যক্রম সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হয় বলে জানান ৯৬ ব্যাচের ইব্রাহীম হাবিব মিলু। তিনি আমাদের প্রতিনিধিকে বলেন আমরা ৯৬ ব্যাচ চন্দ্রঘোনা কেপিআরসি এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ আনন্দ উপহার প্রতিবছর রমজানের শেষের দিকে এই ঈদ আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার জন্য, ঈদ উপহার ও নগদ অর্থ দিয়ে ৯৬ ব্যাচ ঈদ আনন্দ উপভোগ করে থাকি প্রতিবছর। ৯৬ ব্যাচের যাদের অর্থ সহযোগিতা ছিল, যাদের উৎসাহে এই ঈদ উপহার সকলের মাঝে দিতে পেরেছি ৯৬ ব্যাচের সকলকে ধন্যবাদ জানাাই। আগামী বছরও আরোও ব্যাপক আকারে ঈদ উপহার সকলের মাঝে দিতে পারি ৯৬ ব্যাচের সকলের কাছে সহযোগিতা কামনা করছি।